দৈনিক
Trending

গাজীপুর বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন মহানগর শাখার কমিটির হয়

গাজীপুর বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন মহানগর শাখার কমিটি হয়

গাজীপুর মহানগর কমিটির নতুন সভাপতি “এড. রনি” সাধারণ সম্পাদক “বিপ্লব”
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন গাজীপুর মহানগর শাখার উদ্যোগে এক বিশেষ সভার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (২২ মার্চ) বিকেলে কাজে আজিম উদ্দিন কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের গাজীপুর মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে এড. তৌহিদুল ইসলাম রনি ও সাধারণ সম্পাদক হিসেবে সহকারী অধ্যাপক আহসান উল্লাহ বিপ্লব দায়িত্ব গ্রহণ করেন। নতুন কমিটি আগামী দুই বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “নদী রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দখল ও দূষণমুক্ত নদী নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।” তারা আরো বলেন, “বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীগুলোকে রক্ষা করতে না পারলে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।”

পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশের শান্তি, সমৃদ্ধি ও নদী রক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button