জাতীয়

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মোঃ নাসির উদ্দীন, গাজীপুর

মোঃ নাসির উদ্দিন,গাজীপুর

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ২৬ মার্চ ২০২৫, বুধবার উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও মার্চ পাস্টের আয়োজন করা হয়। সকাল ১০:০০ ঘটিকায় প্রশাসন ভবন চত্বর থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাপ্ত হয়। র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টগণের নেতৃত্বে ছাত্র-ছাত্রীবৃন্দ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ভাইস-চ্যান্সেলর ‘৭১ এর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে সবাইকে দেশপ্রেমের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রতিটি বিশ্ববিদ্যালয়কে এদেশের ভিত্তিস্বরূপ উল্লেখ করে বৈষম্যহীন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গড়ার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন ভাইস-চ্যান্সেলর। আলোচনায় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আবু আশরাফ খান ও রেজিস্ট্রার মোঃ আব্দুল্লাহ্ মৃধা। বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মহান স্বাধীনতা সংগ্রামের শহীদদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দিবসের সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডীন, পরিচালকগণ, প্রভোস্টসহ শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকগণ অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button