

অসহায়, নিপীড়িত মানুষের উন্নয়নে সবসময় কাজ করে যায় গাজীপুর সমাজ উন্নয়ন সংস্থা। তারই ধারাবাহিকতায় একজন প্রতিবন্ধী শিশু আব্দুর রহমান (৮) ও আরো একজন পঙ্গু রোগীকে গাজীপুর সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে গাজীপুর জেলা পরিষদ।
গত রোববার (২৪ মার্চ ২০২৫) সকালে এ চেক বিতরণ করে গাজীপুর জেলা পরিষদ। এসময় গাজীপুর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি হেলেনা আক্তার উপস্থিত।
সহায়তার চেক পাওয়া আব্দুল বাদশা জানান, আমার ছেলে আব্দুর রহমান (৮) ছোটবেলায় এক্সিডেন্ট করে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। যার ফলে সে স্বাভাবিক ভাবে জীবন যাপন পরিচালনা করতে পারছে না। প্রতি মাসে তার পিছনে কয়েক হাজার টাকার ঔষধ লাগে। যার ব্যয়ভার বহন করতে করতে আমি ক্লান্ত। সম্প্রতি আমি গাজীপুর উন্নয়ন সংস্থার কাছে আমি সহায়তার জন্য আবেদন করি। তারা গাজীপুর জেলা পরিষদের মাধ্যমে আমাকে দশ হাজার টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। আমার অনেক উপকার হয়েছে।
সহায়তা পাওয়া আরো একজন মোসা: তাছলিমা আক্তার জানান, আমার স্বামী গুরুতর অসুস্থ।স্বামীর চিকিৎসা করতে করতে আমরা পরিবার আজ পথে বসেছে। কেউ এগিয়ে না আসলেও গাজীপুর সমাজ উন্নয়ন সংস্থা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। একটি সরকারি অফিসের মাধ্যমে আমাদেরকে সহায়তা করেছে। আমি এই সংস্থার প্রতি কৃতজ্ঞ।
গাজীপুর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি হেলেনা আক্তার বলেন, অনেকে আমাদের কাছে সাহায্যের জন্য ছুটে আসেন, আবার অনেক সময় আমরা সাহায্যপ্রার্থীদের খুঁজে বের করি। এর ভিতরে যারা খুবই অসহায়ত্বের সাথে জীবন যাপন করছে বা মানবেতর জীবন যাপন করছে। তাদের জন্য আমাদের সংস্থা থেকে যতটুকু পারি আর্থিক সহায়ত প্রদান করি। অথবা সরকারি কোন দপ্তরের মাধ্যমে তাদের আর্থিক সহায়তা পাইয়ে দেয়ার ব্যবস্থা করি। মানবতার কল্যাণে আমাদের এই সেবামূলক কাজ সব সময় চলমান থাকবে।