মোঃ হাইউল উদ্দিন খান
গাজীপুরের টঙ্গীতে একটি ফ্ল্যাট বাসায় মালিহা আক্তার (৬) ও মোঃ আবদুল্লাহ (৪) নামের দুই ভাই-বোনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলের দিকে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকায় এ হৃদয় বিধায়ক ঘটনা ঘটে জানা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল বাতেন মিয়ার সন্তান তারা। আব্দুল বাতেন মিয়া পরিবার নিয়ে পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন।
পরিবারের তিন সন্তানের মধ্যে বড় সন্তান ছিলো নানা বাড়িতে। শুক্রবার দুপুরে শিশু দুটির মা সালেহা বেগম মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। তিনি বিকেলে ঘুম থেকে উঠে দেখতে পান, ঘরের মেঝেতে দুই শিশুর রক্তাক্ত মরদেহ পড়ে আছে।
পরিবারের ধারণা, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা ফ্ল্যাটে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শিশুদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশু দুইটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে তিনি জানান।
Lorem Ipsum has been the industry\'s standard dummy text ever since the 1500s.
Lorem Ipsum has been the industry\'s standard dummy text ever since the 1500s.
Lorem Ipsum has been the industry\'s standard dummy text ever since the 1500s.