অর্থনীতি
Trending

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে শ্রীপুরে এনসিপি’র বিক্ষোভ মিছি

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে শ্রীপুরে এনসিপি'র বিক্ষোভ মিছি

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে শ্রীপুরে এনসিপি’র বিক্ষোভ মিছিল


এস এম  দুর্জয়:আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ,রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে বৃহত্তর বিক্ষোভ মিছিল,পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মিছিলটি ফ্লাইওভারের উভয় পাশ প্রদক্ষিণ করে মুগ্ধ চত্ত্বরের সামনে গিয়ে শেষ হয়।পরে উড়ালসেতুর নিচে অনুষ্ঠিত হয় এক পথসভা।এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ শত শত সাধারণ মানুষ অংশ নেন।সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.)আব্দুল্লাহ আল মাহমুদ বলেন,জুলাইয়ের গণঅভ্যুত্থানের আট মাস পার হলেও শহীদ ও আহতদের গেজেট প্রকাশ না করায় সরকারের প্রতি জনগণের আস্থা নষ্ট হচ্ছে।একদিকে প্রশাসনের আড়ালে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত চলছে,যা জনগণের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।তিনি আরও বলেন,আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণ ছাড়া অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়।রাষ্ট্র কাঠামো সংস্কার ও গণপরিষদ নির্বাচন ছাড়া বিকল্প নেই।এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চালালে প্রয়োজন হলে আরেকটি রক্তক্ষয়ী গণআন্দোলন হবে।সমাবেশে আরও বক্তব্য দেন, এনসিপির নেতা আবু রায়হান মিসবাহ,শ্রমিক উইং নেতা সালাহ উদ্দিন,ছাত্র নেতা আদনান সাকিব ও আসাদুল ইসলাম ইমন।বক্তারা বলেন,আওয়ামী লীগ দেশে গণতন্ত্র হত্যা করেছে,একনায়কতন্ত্র কায়েম করেছে।তাই রাষ্ট্র পুনর্গঠন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।তারা সরকারের পদত্যাগ ও অবিলম্বে গণপরিষদ নির্বাচনের দাবি জানান।সমাবেশ ও মিছিলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেও স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button