ক্রাইম

গাজীপুরের টঙ্গী উত্তর থানাধীন এরশাদনগর এলাকা হইতে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মোঃ হাইউল উদ্দিন খান, ব্যবস্থাপনা সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকার মাদক বিক্রেতা পারুল ও তার স্বামী মানিক মিয়াকে ইয়াবা সহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত রোববার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো- মহানগরীর টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকার মৃত মনসুর আলীর ছেলে মোঃ মানিক মিয়া এবং তার স্ত্রী মোছাঃ পারুল আক্তার পারুলী (৩৫)।
জানা যায়, ডিবি দক্ষিণ বিভাগের একটি টিম পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ গোলাম মোস্তফা পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ মহানগরী এলাকায় মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকার ১নং ব্লক ০২ নং গলিতে অভিধান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয।এসময় গ্রেফতারকৃত আসামী মোঃ মানিকের দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোচর হইতে ০১ টি নীল রংয়ের বায়ু রোধক জিপারে রক্ষিত ৯০ পিস এবং গ্রেফতারকৃত আসামী মোছাঃ পারুল আক্তার পারুলীর শয়ন কক্ষে তার ব্যবহৃত আলমারীর ড্রয়ারের ভেতর থেকে ০১ টি নীল রংয়ের বায়ু রোধক জিপারে রক্ষিত ১১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এসআই মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়েরের প্রেক্ষিতে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি ১০(ক)/৪১ ধারায় সোমবার (২৮ এপ্রিল) টঙ্গী পূর্ব থানায় ৫২ নং মামলাটি রুজু হয়।
গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের (দক্ষিণ) পরিদর্শক মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button