উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।


নিজস্ব প্রতিবেদক
লন্ডন থেকে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিমানবন্দরে জড়ো হয়েছে বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দুপুর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নেতাকর্মীদের দল।
আজ মঙ্গলবার ( ৬ মে ২০২৫)সকাল পৌনে ১১ টার দিকে কাতারের একটি বিশেষ এয়ার এ্যাম্বুলেন্সে দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া। এ সময়
উৎসুক জনতার চাপে বিমানবন্দর সড়কটি সরু হয়ে যায়,ব্যাহত হয় স্বাভাবিক যান চলাচল। সকাল সাড়ে ৯টা থেকে এই সড়কে যান চলাচলে ধীরগতি দেখা যায়।
নেত্রীকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের সড়কগুলোতে অবস্থান নেন বিএনপি’র নেতাকর্মীসহ উৎসুক জনতা।এ সময় গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা নেত্রীকে স্বাগত জানতে জড়ো হন।তারা দলীয় প্রতীক সংবলিত পতাকা ও মাথায় ব্যান্ড লাগিয়ে সড়কে অবস্থান নেন।অনেককে ট্রাকে চড়ে মাইকে বিভিন্ন দলীয় স্লোগান দিতেও দেখা যায়।
বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যের পাশাপাশি সেনা সদস্যদের কাজ করতে দেখা যায়। সড়কের ওপর থেকে উৎসুক জনতাকে সরিয়ে রাস্তার পাশে এক লেনে সারিবদ্ধভাবে দাড়াতে পরামর্শ দেন আইন শৃঙ্খলা বাহিনী, এছাড়া যানবাহন যেন সড়কে দাড়িয়ে না থাকে সে বিষয়ে নজরদারি করছেন তারা।