জাতীয়

টঙ্গী পূর্ব থানা জোড়া খুনের রহস্য উদঘাটন গ্রেপ্তার এক জন। 

মোঃ হাইউল উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক

মোঃ হাইউল উদ্দিন খান 

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর জামাই বাজার রুপবানের মারটেক এলাকায় ভাই বোন হত্যাকান্ডের রহস্য উদঘাটন  ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

 এ ব্যাপারে পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় টঙ্গী পূর্ব থানার মামলা নং-৩৪, তারিখ-১৯/০৪/২০২৫  ধারা-৩০২/৩৪ পেনাল কোড।

বাদী বাতেন মিয়া (৪৬), পিতা-বাচ্চু মিয়া, মাতা-শাহিদা খাতুন, স্থায়ী গ্রাম-তাতুয়াকান্দি, থানা-বাঞ্ছারামপুর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। বর্তমান গ্রাম- পূর্ব আরিচপুর জামাই বাজার রুপবানের মারটেক জনৈক সারোয়ার হোসেনের ৮তলা সেতু বিল্ডিং এর ২তলার ৩/এ ফ্ল্যাট, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর এজাহারের মাধ্যমে জানান যে, বাদী তাহার স্ত্রী আলেয়া বেগম (৩০), বড় মেয়ে বর্ষা আক্তার ফাতেমা (০৯), ছোট মেয়ে মালিহা আক্তার (০৬) ও এক ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর(০৩) দের নিয়ে বর্তমান ঠিকানার বাসায় বসবাস করিয়া আসিতেছে। গত ১৮/০৪/২০২৫ তারিখ দুপুর অনুমান ০২.৪০ ঘটিকার সময় বাদী গাড়ীর কাজের জন্য বাসা হইতে বাহির হইয়া টঙ্গী পূর্ব থানাধীন সাহারা মার্কেট এলাকায় চলে যায়। বাদী বাহির হয়ে যাওয়ার পরপরই তাহার বড় মেয়ে বর্ষা আক্তার ফাতেমা (০৯) বাসা থেকে বাহির হইয়া তাহার বড় চাচার বাসায় যায়। তখন বাদীর স্ত্রী আলেয়া বেগম ও ছোট মেয়ে মালিহা আক্তার ও ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বাসায় ছিল। গত ১৮/০৪/২০২৫ তারিখ দুপুর অনুমান ০২.৪০ ঘটিকার পর হইতে বিকাল অনুমান ০৪.৪৫ ঘটিকার মধ্যবর্তী যে কোন সময় অজ্ঞাতনামা আসামী/আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে সকলের অগোচরে বাদীর টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর জামাই বাজার রুপবানের মারটেক জনৈক সারোয়ার হোসেনের ৮তলা সেতু বিল্ডিং এর ২তলার ৩/এ ফ্ল্যাটের রুমে প্রবেশ করিয়া ধারালো অস্ত্র দ্বারা বাদীর ছোট মেয়ে মালিহা আক্তার (০৬) ও  ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর(০৩) দ্বয়ের গলা কাঁটাসহ শরীরের একাধিক স্থানে গুরুত্বর আঘাত করিয়া হত্যা করে। টঙ্গী পূর্ব থানা পুলিশ হত্যাকান্ডের ঘটনার সংবাদ প্রাপ্ত হইয়া ঘটনাস্থলে উপস্থিত হইয়া লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং ঘটনার সহিত জড়িত আসামীদের সনাক্তের চেষ্টা করে। 

উক্ত ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহসহ তথ্য প্রযুক্তির সহায়তায় এবং পারিবার্শ্বিক সাক্ষ্য প্রমান, উপস্থিত স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে বাদীর স্ত্রী আলেয়া বেগম(৩০) কে সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার করিয়া জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে  পুলিশ ধারণা করে যে, বাদীর স্ত্রী আলেয়া বেগম (৩০) এই হত্যাকান্ডটি ঘটিয়েছে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,  হত্যাকান্ডের কারণ উদঘাটনে আরও গভীর তদন্তের প্রয়োজন। এছাড়াও আরও বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই অব্যাহত আছে বলে পুলিশ জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button