আফজাল হোসেন কায়সারের নাতির জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মোঃ হাইউল উদ্দিন খান, ব্যবস্থাপনা সম্পাদক


নিজস্ব প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও গাজীপুর জেলা ও মহানগর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন কায়সারের নাতি কায়সান (আফজাল হোসেন কায়সারের মেয়ের ছেলে ) জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল ২০২৫) দুপুরে মহানগরের কানাইয়া গ্রামে অবস্থিত আফজাল হোসেন কায়সার গার্ডেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ডা: নাজিম উদ্দিন,এডভোকেট জাকিরুল ইসলাম,(সদস্য সচিব গাজীপুর জেলা আইনজীবী ফোরাম) এডভোকেট লাবিব উদ্দিন সিদ্দিকী, নওয়াব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান অনন্যা কায়সার, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোখলেসুর রহমান, গাজীপুর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন রফিক, এ সময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন, কায়সার গার্ডেন জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন। দোয়া ও মিলাদ শেষে মধ্যহ ভোজের আয়োজন করা হয়।