অর্থনীতি
Trending

মির্জাপুর থানার নবাগত ওসি রাশেদুল ইসলাম এর যোগদান


‎টাঙ্গাই‌লের মির্জাপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন ‌মো. রাশেদুল ইসলাম। গতকাল সোমবার (০৫ মে) বিকেলে সে মির্জাপুর থানায় যুক্ত করেন বলে জানা যায়।

‎এর আগে তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা থানায় দায়িত্ব পালন করেন। সে সর্বশেষ ঢাকা সিআইডিতে কর্মরত ছিলেন।

‎প্রথমত সে ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এস আই পদে নিযুক্ত হন।উপ-পরিদর্শক হিসেবে তিনি ডিএমপি ও সিআইডিসহ পুলিশের একাধিক ইউনিটে কর্মরত ছিলেন।

‎তার জন্ম জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায়। ঢাকা কলেজ থেকে অনার্স ও মাস্টার্স করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।

‎সদ্য যোগদানকারী ওসি মো. রাশেদুল ইসলাম বলেন, সকল শ্রে‌ণি-‌পেশার মানু‌ষের সার্বিক সহযোগিতা নিয়ে মির্জাপুর উপজেলার মাদক নিয়ন্ত্রণ ও ইভ‌টি‌জিংসহ নানা অপরাধমূলক কাজ দমনে পদ‌ক্ষেপ নেওয়া হ‌বে। এজ‌ন্য তি‌নি সাংবা‌দিকসহ সক‌লের সহ‌‌যোগিতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button