Добро пожаловать!

Это пример виджета, который отображается поверх контента

দৈনিক
Trending

রৌমারীতে ১১০ পিস ইয়াবা সহ মাদক কারবারি মৃদুল’কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

রৌমারীতে ১১০ পিস ইয়াবা সহ মাদক কারবারি মৃদুল'কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

চিলমারী
২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার

কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ১৯ মার্চ ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০:১০ ঘটিকায় রৌমারী থানাধীন যাদুরচর ইউনিয়নের দিগলাপাড়া এলাকা থেকে রৌমারী ধনারচর নতুন গ্রাম এলাকার মাদক কারবারি মোঃ মৃদুল (২৭) কে ১১০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ মোজাফফর হোসেন বলেন রৌমারী থানা এলাকায় ১১০ পিস ইয়াবা সহ ১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ । উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

Related Articles

Back to top button