Добро пожаловать!

Это пример виджета, который отображается поверх контента

অর্থনীতি
Trending

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালপুরে মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালপুরে মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালপুরে মানববন্ধন

নিজস্ব  প্রতিনিধি:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় লালপুর ত্রিমোহিনী চত্বরে আয়োজিত এ মানববন্ধনে লালপুর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যরা অংশ নেন। প্রায় এক ঘণ্টা স্থায়ী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে উপজেলা প্রেসক্লাব সভাপতি সালাহ্ উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. সাহীন ইসলাম, সহ-সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান ও আব্দুর রশিদ মাস্টার প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সজিবুল ইসলাম হৃদয়, আব্দুল আল মামুন, সাংগঠনিক সম্পাদক আল বেরুনী, দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক শিমুল আলী এবং সদস্য আমিনুল ইসলাম, নুহু উল্লাহ, শরিফুল ইসলাম ও তরিকুল ইসলাম ফাহিমসহ স্থানীয় ব্যবসায়ী ও সুধীজন।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “এ ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের বাকস্বাধীনতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলবে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button