গাজীপুরের কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
স্টাফ রিপোর্টার
গাজীপুর জেলার কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে পুলিশের ফাঁদে ধরা পড়ল শীর্ষ দুই মাদক ব্যবসায়ী। উদ্ধার হয়েছে তিন হাজার ৮ শ' পিছ ইয়াবা ট্যাবলেট।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মোক্তারপুর টেকপাড়া এলাকার পাকা সড়কে অভিযান চালিয়ে আরিফুল ইসলাম (৩৫) ও তার সহযোগী আরিফ শেখ (৩২) কে আটক করে পুলিশ। এ সময় আরিফুলের কাঁধে ঝুলানো কালো ব্যাগ থেকে ৩ হাজার ৮ শ' পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আরিফুল ইসলাম কালীগঞ্জ থানার মোক্তারপুর টেক পাড়া এলাকার আলী নেওয়াজের ছেলে ও আরিফ শেখ কালীগঞ্জ থানার ধনপুর গ্রামের শামসুদ্দিন শেখের ছেলে।
গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেকের নির্দেশনায় ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কালীগঞ্জসহ আশপাশের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে আসছিল। তাদের কারণে স্থানীয় কিশোর-যুবকেরা মাদকাসক্ত হয়ে পড়ছিল, যা এলাকায় ভয়াবহ সামাজিক অবক্ষয় সৃষ্টি করেছে।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার দেয়া হয়েছে থানার এসআই (নিঃ) মোঃ কামরুল ইসলামকে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, পুলিশের এ অভিযান শুধু দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার নয়, বরং সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করার এক বড় পদক্ষেপ। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক চক্রের শিকড় উপড়ে ফেলা সম্ভব হবে।