গাজীপুরে আলোড়ন: কাশিমপুর আ.লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার
গাজীপুরে আলোড়ন: কাশিমপুর আ.লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার


গাজীপুরে আলোড়ন: কাশিমপুর আ.লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার
নিজস্ব সংবাদদাতা
গাজীপুর মহানগর রাজনীতিতে নেমে এসেছে তীব্র আলোড়ন। কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এস এম আশরাফুল আলম আসকর (৬০) কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা পুলিশ।
শুক্রবার গভীর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকার তেজগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, আসকর দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারবিরোধী কার্যক্রমের অর্থদাতা হিসেবে কাজ করছিলেন। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল ও অশান্ত করতে আন্ডারগ্রাউন্ডে সক্রিয়ভাবে কাজ করছিলেন।
ডিএমপি সূত্র জানিয়েছে, দীর্ঘ গোয়েন্দা নজরদারি এবং সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ শেষে এ অভিযান পরিচালিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে দাবি করছে পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আসকরের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই গাজীপুর মহানগরে রাজনৈতিক অঙ্গনে নেমে আসে চাঞ্চল্য। স্থানীয় আওয়ামী লীগের অনেক পলাতক নেতাকর্মী হতবাক হয়ে পড়েছেন। অনেকে বিষয়টিকে দলের জন্য বড় ধরনের ধাক্কা বলে মনে করছেন। অন্যদিকে সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা এ গ্রেপ্তারকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, আমরা বহুদিন ধরেই গোপনে তার কার্যকলাপের কথা শুনতাম। অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, এটা জনস্বার্থে বড় একটি পদক্ষেপ।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের মতো বড় দলের একজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সরকারের অবস্থানকে আরও দৃঢ় করবে। একইসাথে মহানগর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। দলের ভেতরে শুদ্ধি অভিযানের প্রভাবও বেড়ে যাবে বলে অনেকে মন্তব্য করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান জানান বিষয়টি আমরা জানিনা তবে তেজগাঁও থানা পুলিশ ধরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে পাঠিয়েছে।