 
     মোঃ হাইউল উদ্দিন খান
মোঃ হাইউল উদ্দিন খান
মহানগরের কোনাবাড়ী থানা পুলিশ এজাহারভুক্ত আসামি মোঃ আলমগীর হোসেনকে (৩৮) মোটর বাইক সহ গ্রেপ্তার করেছে। কোনাবাড়ী থানা সূত্রে জানা যায়  কোনাবাড়ী থানার মামলা নং- ১৫, তাং- ২৬/০৪/২০২৫,ধারা-৪০৬/৪২০ দণ্ডবিধি এর এজাহার ভুক্ত  আসামী মো:আলমগীর হোসেন (৩৮),পিতা: মো: আ: রশিদ, মাতা:আমেনা বেগম, সাং- লতাবর, থানা -কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট,এ/পি- ৪/১৩(Y),শ্যামলপল্লী, পশ্চিম ভাষানটেক, ঢাকা ডিএমপি ভাষানটেক থানা এলাকার সাব্বির দেওয়ান জনি'র ৪/৫৩ বাসা  শ্যামলপল্লী থেকে গ্রেফতার করে, তার দেখানো তথ্য মতে অভিযান চালিয়ে  Yamaha FZ V2 মডেলের মোটর সাইকেল উদ্ধার করে জব্দ  করা হয়।