গাজীপুরে জোরপূর্বক জমিদখল ও দস্যুতার প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
গাজীপুরে জোরপূর্বক জমিদখল ও দস্যুতার প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক
জোরপূর্বক জমি জমিদখল ও দস্যুতার প্রতিবাদে সম্মেলন করেছে ভুক্তভোগী আলী হোসেন।
শনিবার (৯ আগস্ট) দুপুরে গাজীপুর সাংবাদিক ইউনিটি ইকবাল কুটিরের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে গাজীপুরের মহানগরীর ২৪ নং ওয়ার্ডের চাপুলিয়া এলাকার মৃত বিলাত আলীর ছেলে আলী হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে এক লিখিত বক্তব্য পাঠ করেন।
দখলবাজ অভিযুক্তরা হলেন গাজীপুর মহানগরের সদর মেট্রো থানার ২৪ নং ওয়ার্ডের মৃত সায়েদ আলীর ছেলে মতিউর রহমান,মতিউর রহমানের ছেলে মোঃ রুমী, কবির সরকারের ছেলে আহম্মেদ কবির(অরুণ),হযরত আলী একই এলাকার বাবুলের ছেলে, হাবিবুল্লাহর ছেলে সিরাজ উদ্দিন, সিরাজ উদ্দিনের ছেলে মারুফ হোসেন গং।
লিখিত বক্তব্যে তিনি বলেন আমার বাবা ও দুই ফুফু আম্মিয়া, ওম্মে কুলসুমের ক্রয় ও ওয়ারিশ সূত্রে চাপুলিয়া মৌজার বিভিন্ন দাগে প্রায় ১২ বিঘা জমি জোরপূর্বক দখলে রেখেছে দীর্ঘদিন যাবত অভিযুক্তরা।
যেই জমির বাজার মূল্য অনুমানিক প্রায় ২৫ কোটি টাকা।আলী হোসেন আরও বলেন আহমেদ কবির অরুণ বিগত ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি জাহিদ আহসান রাসেলের আস্থাভাজন থাকায় ওই জমিতে আমাকে আমাদের প্রবেশ করতে দেয়নি।অপরপক্ষে জমিতে থাকা আমাদের সাইনবোর্ড ও ঘরবাড়ি পুড়িয়ে দেয়।
ভুক্তভোগী আলী হোসেন সাংবাদিকদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ও স্থানী প্রশাসনের নিকট ভূমিদস্যুতায় অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তে করে জমি পুনরুদ্ধারের আশা ব্যক্ত করেন।