গাজীপুরে টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও করতে গিয়ে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় নুর ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ জানায়, নিহত নুর ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামের শামসুল হক ও কোহিনুর বেগমের ছেলে। তিনি স্টেশনে মোবাইল ফোন দিয়ে টিকটক ভিডিও ধারণ করছিলেন। এসময় ঢাকা গামী ৫০ নম্বর বলাকা কমিউটার ট্রেন এসে ধাক্কা দিলে তিনি প্ল্যাটফর্মে পড়ে যান। এতে তাঁর ডান হাত থেতলে যায় এবং মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন
পরে স্থানীয়রা তাঁকে ভ্যানে করে গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।