গাজীপুরে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযান; ৬ জনকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের তিতারকুল, কুমুন,কানাইয়া ও খাতিয়া বিলে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩১ জুলাই)
গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন খান এলিসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না ম্যাজিক জাল ব্যবহারের ফলে পরিবেশ ও মৎস্য সম্পদের উপর বিরূপ প্রভাব ফেলায় ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৩ ও ৪ ধারা প্রদত্ত ক্ষমতাবলে ৫ জনকে ৩ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা ও বিলে ট্রলার দিয়ে বহুমাত্রিক শব্দ দূষণের দায়ে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের প্রায় ৫০ টি অবৈধ চায়না ম্যাজিক জাল তাৎক্ষণিক পুড়িয়ে ফেলা হয়।
অভিযানের পর গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন খান এলিস বলেন, “ কারেন্ট জাল ও চায়না ম্যাজিক জালের বিরুদ্ধে আমাদের নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান,
কারেন্ট জল ও চায়নাজাল একটি নিষিদ্ধ জাল, যা এসব বিলে দেশীয় মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জন্য অত্যন্ত ক্ষতিকর। তা ছাড়া দেশীয় জাতের মাছের বংশবৃদ্ধির জন্য এসব জাল হুমকি স্বরূপ।
অভিযানে গাজীপুর সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সামা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উপ সহকারী প্রশাসনিক কর্মকর্তা দীপঙ্কর চন্দ্র দাসসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।