গাজীপুরে ২৫ বোতল বিদেশী মদসহ নারী মাদক ব্যবসায়ী আটক ১
গাজীপুরে ২৫ বোতল বিদেশী মদসহ নারী মাদক ব্যবসায়ী আটক ১

- গাজীপুরে ২৫ বোতল বিদেশী মদসহ নারী মাদক ব্যবসায়ী আটক ১
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরীর গাছা থানার সাইনবোর্ড মেম্বার বাড়ী এলাকা থেকে মাদকদ্রব্য বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী এক নাীকে আটক করা হয়।
আটককৃত আসামী হলেনঃ কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার উসমানপুর গ্রামের মোঃ মিলন মিয়ার মেয়ে ও মোঃ তুষার মিয়ার স্ত্রী মোসাঃ মরিয়ম আক্তার (২০)।
পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে জানান বুধবার (১০ আগস্ট-২০২৫ইং) মধ্য রাতে জিএমপি গাছা থানার এসআই (নিঃ) সুকান্ত কুমার পাল সঙ্গীয় ফোর্সসহ গাছা থানা এলাকায় মোবাইল-৫ (রাত্র) ডিউটি করা কালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় মেম্বার বাড়ী রোড জালাল মার্কেট এলাকার মরিয়ম (২০)এর ভাড়া বাসার রুমে অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের ২৫ (পঁচিশ) বোতল বিদেশী মদ উদ্ধার ও মরিয়ম কে আটক করা হয়।
এবিষয়ে জিএমপি গাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন রাতে গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মরিয়ম (২০) কে আটক করা হয়, বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।