জাতীয়
Trending

গোপালগঞ্জে বিএনপি নেতার স্ত্রীর সংবাদ সম্মেলন।

গোপালগঞ্জে বিএনপি নেতার স্ত্রীর সংবাদ সম্মেলন।

  1. গোপালগঞ্জে বিএনপি নেতার স্ত্রীর সংবাদ সম্মেলন।

    নিজস্ব প্রতিনিধি

  2. গোপালগঞ্জে জেলা বিএনপি’র সদস্য ডাক্তার কে এম বাবরের বিরুদ্ধে ষড়যন্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী ডাক্তার রাবেয়া বেগম।
  3. আজ শনিবার বেলা ১১:৩০ টায় জেলা বিএনপি দলীয় কার্যালয়ে ডাক্তার কে এম বাবর এর স্ত্রী ডাক্তার রাবেয়া আক্তার লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২২শে আগস্ট রাত আনুমানিক ২ ঘটিকার সময় আমার বাসায় যৌথবাহিনী আসে।পরে বিভিন্ন রুম তল্লাশীর সময় আমার শাশুড়ির রুমের বাথরুমের কমডের ওয়াটার ফ্লাশ এর মধ্য থেকে একটি দেশীয় পাইপ গান ও পরিত্যক্ত কার্টুজ উদ্ধার করে যৌথ বাহিনী।

    এ সময় যৌথ বাহিনীর বিভিন্ন প্রশ্নের জবাবে আমি তাদের জানাই আমার স্বামী গোপালগঞ্জ বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। কে বা কাহারা আমার স্বামীকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্রমূলকভাবে আমার বাসায় এটি রেখে দিয়েছে। আমি একজন ডাক্তার,সকাল বেলা বাসা থেকে বের হয়ে রাতে বাসায় ফিরি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে আরো বলেন, আপনারদের সঠিক তদন্তের দাবী জানান।

    উল্লেখ থাকে যে ২২শে আগস্ট রাতে বিএনপি নেতা কে এম বাবরের বাসায় বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে তার বাসার বিভিন্ন রুম তল্লাশি করে, একপর্যায়ে তার মায়ের ওয়াশরুমের কমোডের ওয়াটার ফ্ল্যাশ এর মধ্য থেকে একটি দেশীয় পাইপ গান উদ্ধার করে যৌথ বাহিনী। সে সময় বিএনপি নেতা কে এম বাবর বাড়িতে ছিলেন না।

    এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট আবুল খায়ের, এডভোকেট এসএম তৌফিক, এডভোকেট সেলিমুজ্জামান, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কবির দ্বারা, যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপ্টন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিএনপি’র সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button