পূবাইলে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গ্রেফতার যুবক
পূবাইলে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গ্রেফতার যুবক


পূবাইলে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গ্রেফতার যুবক
মো.আল-আমিন সরকার পূবাইল প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইলে বিয়ের প্রলোভনে  শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে তথ্য আন্তনী কোড়াইয়া (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।
ঘটনাটি নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর ৯(খ) ধারায় মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, মামলার বাদীনি (২২) পেশায় গৃহিণী এবং বিবাহিত, তার এক সন্তান রয়েছে। অভিযুক্ত তথ্য আন্তনী কোড়াইয়া তার খালাতো বোনের স্বামী। তিনি দীর্ঘদিন ধরে বাদীনির সঙ্গে ফোনে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখতেন। ধীরে ধীরে বাদীনি তার প্রতি আবেগপ্রবণ হয়ে পড়েন।
এই সুযোগে তথ্য আন্তনী কোড়াইয়া বাদীনিকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। বিষয়টি জানাজানি হলে বাদীনি ও তার স্বামীর মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। বাদীনি বিষয়টি আসামীকে জানালে তিনি স্বামী-সন্তান ছেড়ে তার সঙ্গে চলে আসার আহ্বান জানান এবং শিগগির বিয়ের আশ্বাস দেন।
গত ১২ আগস্ট ২০২৫ বিকাল সাড়ে ৩টার দিকে বাদীনি পাঁচদোনা এলাকায় আসামীর সঙ্গে দেখা করতে যান। পরে আসামী তাকে মোটরসাইকেলে করে পূবাইল থানার সাতপোয়া এলাকার জনৈক কাজলের বাড়িতে নিয়ে যান। সেখানে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে একটি বাসা ভাড়া নেন।
এরপর ১২ আগস্ট থেকে ২৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত ওই ভাড়া বাসায় আসামী একাধিকবার বাদীনির সঙ্গে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু পরবর্তীতে বাদীনি বিয়ের জন্য চাপ দিলে আসামী অস্বীকৃতি জানান। এতে প্রতারিত হয়ে বাদীনি থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে ও গোপন সংবাদের অনুসন্ধানে পূবাইল থানার এসআই নাসির উদ্দিন সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে তালটিয়া এলাকা থেকে তথ্য আন্তনী কোড়াইয়াকে গ্রেফতার করেন।
পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
				


