невідомо

Тимчасовий текст...

Winmatch

দৈনিক

পূবাইলে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

পূবাইলে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

পূবাইলে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মো.আল-আমিন সরকার পূবাইল গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানাধীন মিরেরবাজার এলাকায় র‌্যাবের অভিযানে ট্রাকভর্তি ৩৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১১ এর একটি টহল টিম এ অভিযান পরিচালনা করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা একটি ট্রাকে করে নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল এলাকা থেকে টঙ্গীর দিকে যাচ্ছে। খবর পেয়ে র‌্যাব-১১ এর ডিএডি ও পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ আবু হাসান-এর নেতৃত্বে একটি দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকা থেকে দ্রুত পূবাইলের মিরেরবাজার এলাকায় গিয়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে।

রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে টঙ্গীমুখী একটি হলুদ-নীল রঙের ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৭৫৫৬) থামার সংকেত দিলে চালক ও হেলপার পালানোর চেষ্টা করে। তবে র‌্যাব সদস্যরা ধাওয়া করে দুজনকেই আটক করেন।

গ্রেফতারকৃতরা হলেন—১. মোঃ কুদ্দুস (৩৯), ট্রাকের ড্রাইভার, পিতা মৃত আলী আকবর, মাতা আমেনা বেগম, সাং রাজাবাড়ী কান্দি (জাকির হাটি), পোঃ শাহবাজপুর, থানা সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া।২. মোঃ জুম্মান মিয়া (২৭), ট্রাকের হেলপার, পিতা কালু মিয়া, মাতা জামেলা বেগম, সাং রাজাবাড়ী কান্দি (কালু মিয়ার বাড়ি), পোঃ শাহবাজপুর, থানা সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ট্রাক তল্লাশি করে দুইটি পাটের বস্তার ভেতর স্কচটেপ ও পলিথিনে মোড়ানো ১৯টি প্যাকেটে মোট ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতি কেজির বাজারমূল্য আনুমানিক ২০ হাজার টাকা, যার মোট মূল্য প্রায় ৭ লাখ ৬০ হাজার টাকা।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। উদ্ধার ও জব্দ কার্যক্রমের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এসআই (নিঃ) মুহাম্মদ কাসিম, যিনি আইনি প্রক্রিয়া অনুসারে জব্দ তালিকা প্রস্তুত করেন।

ঘটনার পর র‌্যাব-১১ সদস্যরা আসামিদ্বয়কে হেফাজতে নিয়ে পূবাইল থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৮/৩৬(১) সারণির ১৯(গ) ধারায় আজ মামলা রুজু করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button