মো.আল-আমিন সরকার পূবাইল প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশন ৪১নং ওয়ার্ড পূবাইল হাড়িবাড়ীর টেক মেম্বারবাড়ি বালকদের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ৮ আগস্ট বিকেলে পূবাইল স্টেশন জামে মসজিদ বালুরমাঠে এই মিনিবার ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়।সাব্বির কাজীর আয়োজনে মিনিবার ফুটবল খেলাটি পরিচালনা করেন শ্রী বিশু চন্দ্র দাস।পূবাইল ইয়াং ষ্টার সেভেন বনাম সাতপোয়া রাইজিং ষ্টার দলের অংশগ্রহণে নির্ধারিত সময় শেষে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দীতা করে ট্রাইবেগারের মাধ্যমে পূবাইল ইয়াংস্টার সেভেন বিজয় লাভ করে।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইলের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শেখ সদরুল হোসেন (নিপু)সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর ৪১ নং ওয়ার্ড ইসলামী আন্দোলন পূবাইল শাখার সভাপতি ইকবাল হোসেন মোল্লা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মোল্লা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী সোহেল রেজা পলাশ বিশিষ্ট সমাজ সেবক আমজাদ হোসেন মোল্লা ৪১নং ওয়ার্ডের ছাত্র বিষয়ক সম্পাদক জুলহাস মিয়া প্রমূখ।খেলা শেষে রানার্স আপ ও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।