невідомо

Тимчасовий текст...

Winmatch

দৈনিক

ফেসবুকে জামায়াত বিরোধী মন্তব্যে প্রত্যাহার হলেন পূবাইল থানার ওসি শেখ আমিরুল

ফেসবুকে জামায়াত বিরোধী মন্তব্যে প্রত্যাহার হলেন পূবাইল থানার ওসি শেখ আমিরুল

ফেসবুকে জামায়াত বিরোধী মন্তব্যে প্রত্যাহার হলেন পূবাইল থানার ওসি শেখ আমিরুল

মো.আল-আমিন সরকার পূবাইল (গাজীপুর) প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্য করার জেরে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ আমিরুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হোসেন ভূইঁয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, “প্রশাসনিক কারণে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ আমিরুল ইসলামকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ লাইনে সংযুক্ত (লাইনওআর) করা হলো।”

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে ওসি শেখ আমিরুল ইসলাম লিখেছিলেন—
“আগে গণভোট দরকার,স্বাধীনতা বিরোধীদের এ দেশে রাজনীতি করার অধিকার আছে কিনা।”কিভাবে জামায়াত এদেশে রাজনীতি করে।

ওই মন্তব্যের পরপরই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রে স্বাক্ষর করেন মহানগর মজলিসে শুরা সদস্য অধ্যাপক ডা. মো. আমজাদ হোসেন এবং পূবাইল থানা জামায়াতের নায়েবে আমীর ও আইনজীবী মোহাম্মদ শামীম হোসেন মৃধা।

তারা অভিযোগে উল্লেখ করেন, পূবাইল থানায় যোগদানের পর থেকেই ওসি শেখ আমিরুল ইসলাম রাজনৈতিক পক্ষপাতমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং অন্য দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মন্তব্য করেছেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সাম্প্রতিক মন্তব্য প্রশাসনিক নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে বলেও অভিযোগে বলা হয়।

জামায়াত নেতারা শুধু বদলি নয়, ওসি শেখ আমিরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তাদের অভিযোগ, একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার এই আচরণ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button