বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে-দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে-দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।


নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে,মহানগরের ২৮ নং ওয়ার্ড বরুদা অঞ্চল বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর জেলা কলেজের সামনে মোঃ রফিজ উদ্দিন রফিকের বাসভবন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সাবেক গাজীপুর পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন রফিক এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন কায়সার। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান।উমেদা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাজাহান সিরাজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ জিয়াউল হক,মোঃ সাহেব আলী,ডাক্তার মোঃ মোজাম্মেল হক, এডভোকেট মোঃ লাবিব উদ্দিন সিদ্দিকী,মোঃ জসিম উদ্দিন সুমন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ২৮ নং ওয়ার্ড বরুদা অঞ্চল বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আলোচনা ও দোয়া শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।