বাংলাদেশ সোস্যাল হিউম্যান রাইটস কমিশনের ৪১ সদস্য বিশিষ্ট ২০২৫-২০২৬ গাজীপুর মহানগর কমিটি গঠন।
স্টাফ রিপোর্টার
জাতিসংঘের আওতাভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ সোস্যাল হিউম্যান রাইটস কমিশন
(BSHRC) ৪১ সদস্য বিশিষ্ট গাজীপুর মহানগর কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে উক্ত কমিটির সভাপতি অনন্যা কায়সারের
নিজ বাসভবনে আনন্দমুখর পরিবেশে এই কমিটি গঠন করা হয়। সাবেক গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ আফজাল হোসেন কায়সারের সভাপতিত্বে এক আলোচনা সবার মধ্য দিয়ে(২০২৫-২০২৬) এক বছর মেয়াদী উক্ত কমিটিতে সকল সদস্যের সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন, অনন্যা কায়সার (চেয়ারম্যান,নওয়াব আলী ফাউন্ডেশন,গাজীপুর),
সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ ইসমাইল হোসেন (সাধারণ সম্পাদক গাজীপুর কিন্ডার গার্ডেন এসোসিয়েশন) উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি যোবেদা আক্তার (প্রধান শিক্ষক, রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়), সহ-সভাপতি মোঃ ইউনুছ মিয়া শিমুল (পরিচালক, কনফিডেন্ট স্কুল এন্ড কলেজ, গাজীপুর) সহ-সভাপতি, এডভোকেট আকলিমা আক্তার হীরা,সহ-সভাপতি,মাহবুবা রহমান(প্রধান শিক্ষক, জয়দেবপুর জকীস্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়), সহ-সভাপতি,মাহবুবুর রহমান বাবুল,যুগ্ম সম্পাদক, মোঃ হাইউল উদ্দিন খান,(সাধারণ সম্পাদক গাজীপুর সাংবাদিক ইউনিটি) যুগ্ম সম্পাদক, এডভোকেট আজিজা আক্তার, যুগ্ম সম্পাদক, নুরুজ্জামান মহিউদ্দিন (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক), অর্থ সম্পাদক, মিসেস চাঁদনী ইসলাম, (প্রিন্সিপাল সালমানশাহ একাডেমি) সহ অর্থ সম্পাদক, হাফেজ মাওলানা শারফুদ্দিন মোড়ল,আইন বিষয়ক সম্পাদক, এডভোকেট লাবিব উদ্দিন সিদ্দিকী (সিনিয়র আইনজীবী গাজীপুর জজ কোট গাজীপুর),সহ আইন বিষয়ক সম্পাদক,এডভোকেট আমির মোহাম্মদ শাফা, (বিশিষ্ট আইনজীবী গাজীপুর জজ কোর্ট),আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম মনির (বিশিষ্ট আইনজীবী গাজীপুর জজ কোর্ট), সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার অমিত জয় (সদস্য ইঞ্জিনিয়ার এসোসিয়েশন EAB বাংলাদেশ),সহ -সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম (বিশিষ্ট ব্যবসায়ী, জয়দেবপুর বাজার) তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ কাজল মিয়া (ফটো সাংবাদিক দৈনিক সরেজমিন বার্তা) নিরক্ষণ বিষয়ক সম্পাদক -এম এ কুদ্দুস খান (প্রতিষ্ঠাতা শহীদ বৃত্তি ও ক্যাডেট একাডেমী গাজীপুর), দপ্তর সম্পাদক আরজু আহমেদ (বিশিষ্ট ব্যবসায়ী), প্রচার সম্পাদক আবু হান্নান কামাল,সহ প্রচার সম্পাদক মোহাম্মদ শাহজাহান,সাংস্কৃতিক সম্পাদক -মনিষা ভাদুরি মেরি, সহ-সংস্কৃতিক সম্পাদক- মোঃ সহিদুল ইসলাম (চলচ্চিত্র অভিনেতা),ক্রীড়া সম্পাদক, (আফজাল হোসেন),নির্বাহী সদস্য- ১. প্রফেসর আওলাদ হোসেন,২. মোঃ মাহফুজুর রহমান পনির,২. ভবানী শংকর ভাদুড়ী জুয়েল,৩.নরুন্নবী সরকার হীরা(বিশিষ্ট ব্যবসায়ী) ৪. এড. সখিনা জামান বর্না(প্রিন্সিপাল,বর্ণালী একাডেমি, গাজীপুর),৫. হাফিজুর রহমান,৬. বেনজীর আহমেদ,৬.মোঃ সিদ্দিকুর রহমান টিটু্,৭. সাংবাদিক মোঃ আবু সালেক ভুইয়া( সহ-সভাপতি গাজীপুর সাংবাদিক ইউনিটি ),৮.এড. আজাদুল ইসলাম,৯.সহীদ উদ্দিন মিয়া.১০.ববিরুল ইসলাম ১১. সোনাম উদ্দিন ১২.আসাদুল।উক্ত কমিটি ঘোষণা শেষে বাংলাদেশ সোশ্যাল হিউম্যান রাইটস্ গাজীপুর মহানগর কমিটির অনুরোধক্রমে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সম্মতি প্রদান করেন সাবেক গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি,আফজাল হোসেন কায়সার। এ সময় উপস্থিত থেকে নবগঠিত এই কমিটি ঘোষণা করেন বাংলাদেশ সোশ্যাল হিউম্যান রাইটস কমিশন এর ঢাকা বিভাগীয় সভাপতি গাজী আনিসুর রহমান ইউনুস (ইমরান)