невідомо

Тимчасовий текст...

Winmatch

দৈনিক

ভোট  জনগণের পবিত্র আমানত                             হান্নান মিয়া হান্নু

ভোট  জনগণের পবিত্র আমানত                             হান্নান মিয়া হান্নু

ভোট  জনগণের পবিত্র আমানত 

                           হান্নান মিয়া হান্নু

মোঃ হাইইউ উদ্দিন খান

ভোট বেহেশত বা জাহান্নাম নির্ধারণ করে না— ভোট মানে জনগণের অধিকার, এটি পবিত্র আমানত—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে গাজীপুর-২ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী হান্নান মিয়া হান্নু বলেছেন, ১৭ বছর ধরে দিনের ভোট রাতে হয়েছে। সকালে কেন্দ্রে গেলে বলে— আপনার ভোট হয়ে গেছে! এমনকি মৃত দাদা-দাদীও নাকি ভোট দিয়েছেন! এবার সেই অন্যায় আর চলবে না। এবার তরুণ প্রজন্মের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে, আর তা হবে ধানের শীষে।

তিনি বলেন, ভোট মানে আমানত, এটি নিয়ে খেলা করা পাপ। জনগণ জেগে উঠেছে, গাজীপুরের মানুষ আর রাতের ভোট মেনে নেবে না। এবার ভোটের বাক্সে জনগণের জয় হবে, অত্যাচারের পরাজয় হবে।

রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাতে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ভোটারদের ভাবনা শীর্ষক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। 

বৈঠকটি অনুষ্ঠিত হয় গাজীপুর সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ডের ইসলামপুর হক মার্কেটের সামনে।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় প্রবীণ বিএনপি নেতা রমিজ উদ্দিন।উপস্থিত ছিলেন কাউলতিয়া যুবদলের আহ্বায়ক নাজমুল হোসেন, সদর মেট্রো থানার সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, বাসন থানার সাবেক যুব বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম মোল্লা, মহানগর তাতীদলের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ হোসেন মকবুল, মো. নজরুল ইসলাম এনি প্রমুখ।

হান্নু আরও বলেন,গাজীপুর-২ আসনে ধানের শীষকে বিজয়ী করলে আমি সন্ত্রাস, মাদক ও কিশোরগ্যাং মুক্ত একটি শান্তিময় নগর গড়ে তুলবো। গাজীপুরের কিছু অংশকে মক্কা-মদিনার আদলে সৌন্দর্যমণ্ডিত করব, যাতে গাজীপুর হবে মুসলিম বিশ্বের সৌন্দর্যের প্রতীক। জনগণ আমার পাশে থাকলে ইনশাআল্লাহ, আমরা এই শহরকে আলোর নগরীতে রূপ দেব।

তিনি আহ্বান জানান—ধানের শীষে ভোট দিন, আগামীর স্বপ্নপুরণ করুন। জনগণের ভোট ফিরিয়ে আনা মানেই দেশের ভবিষ্যৎকে আলোকিত করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button