মাছরাঙার বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরে আনন্দ আয়োজন
মাছরাঙার বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরে আনন্দ আয়োজন


মাছরাঙার বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরে আনন্দ আয়োজন
নিজস্ব প্রতিনিধি গা
জীপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে মাছরাঙা টেলিভিশনের চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আলোচনা সভা, কেককাটা ও বৃক্ষরোপণের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
বুধবার সকালে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সোহেল রানাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া বর্ষপূর্তি অনুষ্ঠানে পেশাজীবী, সাংস্কৃতিক কর্মী, কেবললাইন অপারেটর ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
গাজীপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক শাহ্ সামসুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশনের গাজীপুর প্রতিবেদক ফারদিন ফেরদৌস। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন এনটিভির স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, প্রথম আলোর জেলা প্রতিনিধি মাসুদ রানা।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সোহেল রানা তাঁর বক্তব্যে খবরের পাশাপাশি মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠানমালার ভূয়সি প্রশংসা করেন। এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা জানান তিনি।
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যাপক অসীম বিভাকর মাছরাঙা টেলিভিশনে অনুষ্ঠানকে ভিন্নধারার ও বহুমাত্রিক হিসেবে উল্লেখ করে মাছরাঙার অগ্রযাত্রা কামনা করেন।
গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মোঃ যাবের সাদেক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বার্থে সাংবাদিকদের সাথে পুলিশ প্রশাসনের এক অনিবার্য সম্পর্ক রাখার দাবি জানিয়ে বলেন, কোনোমতেই মিডিয়ার মাধ্যমে যেন ভুল ও অসত্য তথ্য মানুষের কাছে না পৌঁছে।
অনষ্ঠান শেষে গাজীপুর প্রেসক্লাব চত্বরে জারুল, বহেরা, কাঠবাদামসহ বেশকিছু ফলদ, ঔষধি ও ফুলের গাছ রোপণ করেন অতিথিরা।