যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কাশিমপুর থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার
মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সৈকত মিয়া ওরফে মনু (২২) অবশেষে ধরা পড়েছে। র্যাব-১ এর অভিযান চালিয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর ৩০০ ফিট সড়কের ভাটারা এলাকার প্রথম যাত্রীছাউনির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, সৈকত মিয়া ১৩ বছর বয়সী এক নাবালিকা শিশুকে গণধর্ষণের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি (নং-৫৫৩১/এ)। গত বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থান চলাকালে তিনি অন্যান্য কয়েদিদের সঙ্গে যোগসাজশে কারারক্ষীদের জিম্মি করে কারাগারের গেট ভেঙে পালিয়ে যান। এ সময় কাশিমপুর কারাগারে ব্যাপক দাঙ্গা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে।
ঘটনার পর কারা কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ী থানায় সৈকত মিয়া ও অন্যান্য কয়েদিদের বিরুদ্ধে মামলা দায়ের করে (মামলা নং-০৪, তারিখ ১৫ আগস্ট ২০২৪)। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা বলেন, “দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। অবশেষে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”
এদিকে কাশিমপুর কারাগার থেকে আসামির পালানোর ঘটনায় তৎকালীন সময়েই ব্যাপক সমালোচনা হয়। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও কারা কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে নানা প্রশ্ন ওঠে। দীর্ঘ এক বছরেরও বেশি সময় পলাতক থাকার পর অবশেষে র্যাবের হাতে ধরা পড়ল সেই আলোচিত আসামি।
কোনাবাড়ি থানার ওসি সালাউদ্দিন জানান বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর কাশিমপুর কারাগার থেকে ২০২ জনের মত জেল পলাতক ছিল। আমরা যৌথ বাহিনী এ পর্যন্ত ৬১-৬২ জন গ্রেফতার করেছি। গ্রেফতার পালানো আসামি সৈকত মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।