সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালপুরে মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালপুরে মানববন্ধন


সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালপুরে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় লালপুর ত্রিমোহিনী চত্বরে আয়োজিত এ মানববন্ধনে লালপুর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যরা অংশ নেন। প্রায় এক ঘণ্টা স্থায়ী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে উপজেলা প্রেসক্লাব সভাপতি সালাহ্ উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. সাহীন ইসলাম, সহ-সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান ও আব্দুর রশিদ মাস্টার প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সজিবুল ইসলাম হৃদয়, আব্দুল আল মামুন, সাংগঠনিক সম্পাদক আল বেরুনী, দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক শিমুল আলী এবং সদস্য আমিনুল ইসলাম, নুহু উল্লাহ, শরিফুল ইসলাম ও তরিকুল ইসলাম ফাহিমসহ স্থানীয় ব্যবসায়ী ও সুধীজন।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “এ ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের বাকস্বাধীনতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলবে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।