সাবেক জেলা যুবদল নেতা হারিস আহাম্মেদের ২২ তম মৃত্যু বার্ষিকী পালিত।
মোঃ হাইউল উদ্দিন খান
সাবেক গাজীপুর জেলা যুবদলের সভাপতি হারিস আহাম্মেদের ২২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) বিকেলে, মহানগরের স্টেশন রোড কায়সার গার্ডেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন রফিকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন কায়সার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এডভোকেট লাবিব উদ্দিন সিদ্দিকী, নওয়াব আলী ফাউন্ডেশন এর চেয়ারম্যান অনন্যা কায়সার, ২৫ নং ওয়ার্ড বিএনপি'র সিনিয়র সহ সভাপতি মোঃ বিল্লাল হোসেন ভূইয়া।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য মোঃ আরিফ হোসেন ভূইয়া, ২৪ নং ওয়ার্ড বিএনপি'র সহ-সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী। অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, জেলা ও মহানগর বিএনপি,যুবদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, শহীদ হারিস আহাম্মেদের সুযোগ্য সন্তান শহীদ হারিস আহাম্মেদ ফাউন্ডেশন এর সভাপতি আহাম্মেদ আল রাকেশ মন্টি।দোয়া ও আলোচনা শেষে সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।