গাজীপুরে ভাগ্নের হাতে মামা খুন!
মোঃ হাইউল উদ্দিন খান
গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে নেশার টাকা না পেয়ে ভাগ্নের হাতে প্রাণ গেল মামার।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আনিসুর রহমানের (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আনিসুর রহমান ভবানীপুর এলাকার আলি নেওয়াজের ছেলে। তার ভাগ্নে সৌরভ হাসান রুদ্র (২২) একই এলাকার রোকনুজ্জামানের ছেলে। ঘটনার সময় সৌরভ নেশার টাকার জন্য মামার কাছে দাবি করে। মামা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর মামা ঘরে গিয়ে শুয়ে পড়লে হঠাৎ সৌরভ তার ভাবির কাছ থেকে রান্নার কাজে ব্যবহৃত বটি নিয়ে ঘরে প্রবেশ করে। এরপর শুয়ে থাকা মামা আনিসুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়।
জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রব জানান, নেশার টাকার জন্য মামা-ভাগ্নের ঝগড়া থেকেই এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর ঘাতক সৌরভ পালিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এলাকাজুড়ে এ হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা বলছেন, মামা-ভাগ্নের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হঠাৎ এমন নৃশংস পরিণতিতে রূপ নেবে, তা কেউ কল্পনাও করেনি।