গাজীপুরে পবিত্র ঈদকে সামনে রেখে মহানগর স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত।
মোঃ হাইউল উদ্দিন খান ব্যবস্থাপনা সম্পাদক


মোঃ হাইউল উদ্দিন খান।
বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) সকালে গাজীপুর মহানগরের বাসন থানা চান্দনা চৌরাস্তা হাজী মার্কেট আনোয়ারা সরদার পাবলিক স্কুল মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় এক হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা এ সময় তিনি বলেন, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে।তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো ঈদ উপহার এরই মধ্যে হাসি ফুটিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের অসহায় মানুষের মুখে। এরই ধারাবাহিকতায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা।