ফিলিস্তিনেমুসলিমহত্যাওভারতেনিপীড়নেরপ্রতিবাদে বন্ধন ও বিক্ষোভ


ফিলিস্তিনেমুসলিমহত্যাওভারতেনিপীড়নেরপ্রতিবাদে
------------------------------------------------------------------------হাতীবান্ধায় হাফেজ কল্যান পরিষদের বিক্ষোপ প্রদর্শন ও পদ সভা অনুষ্ঠিত।
হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধিঃ মোঃ নাজমুল হুদা আজ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হাফেজ কল্যান সংস্থার আয়োজনে ফিলিস্তিনে মুসলিম গনহত্যা ও ভারতের নাগপুরে মসলিম নিপীরনের প্রতিবাদে বিক্ষোপ মিছিল সদর প্রদক্ষিন শেষে এক পথ সভায় মিলিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ শেষ উপজেলার মেডিকেল মোড় থেকে একটি বিক্ষোপ মিছিল বের করে সদর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে জাতীয় সড়কে এক পথ সভায় মিলিত হয়।সভায় বক্তব্য রাখেন জামায়াত নেতা শফিকুল ইসলাম নিরো, হাফেজ কল্যান পরিষদের সভাপতি হাফেজ আঃ করিম,সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ, ঈমাম কল্যান পরিষদের সম্পাদক ফেরদৌস আলম প্রমুখঃ বক্তাগন ফিলিস্তিনে গনহত্যা ও ভারতের নাগপুরে নিপীড়ন বন্ধের দাবী জানান।