ক্রাইম
Trending

রৌমারীতে ২১০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

রৌমারীতে ২১০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক


২১ মার্চ ২০২৫, শুক্রবার

কুড়িগ্রামের রৌমারীতে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) সকালে দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী এলাকায় তাদেরকে আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলেন, উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী এলাকার ছফিয়াল হকের ছেলে ছলেমান মিয়া (৪০) ও তার স্ত্রী মাহমুদা খাতুন (৩৭)।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লৎফর রহমান জানান, তার নেতৃত্বে শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় নিজ বসতঘরের আলমারীর ভেতর থেকে ২১০ পিস ইয়াবাসহ ছলেমান মিয়া (৪০) ও তার স্ত্রী মাহমুদা খাতুন (৩৭) কে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার সকালে তাদেরকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

Back to top button