

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের গরীব ও অসহায় পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে নিজস্ব উদ্যোগে ফুড প্যাক বিতরণ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী।
বুধবার মহান স্বাধীনতা দিবসে সকাল ১১ টায় তারগাঁও ইউনিয়নের দিগধা ফাজিল মাদরাসা মাঠে আনুষ্ঠানিকভাবে কয়েকশত দরিদ্র পরিবারের মাঝে ফুড প্যাক বিতরণ করা হয় ।
ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার নায়েবে আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শেফাউল হক, তরগাও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা শফিউল্লাহ, সেক্রেটারি আবু সাঈদ, মনির হোসেন সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।