ময়মনসিংহ পাগলা থানায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ হাইউল উদ্দিন খান, ব্যবস্থাপনা সম্পাদক


মোঃ হাইউল উদ্দিন খান,
বুধবার ২৬ ই মার্চ মশাখালি ইউনিয়নে ভাতুরী ও ভাইলনা গ্রামে প্রাইমারি স্কুল সংলগ্ন ঈদগা মাঠে তিন শত রোজাদারকে ইফতার করিয়েছে সাবেক পাগলা থানা বিএনপি সদস্য, সাবেক ইউপি জনপ্রিয় মেম্বার,মোঃ ফেরদৌস আলম মৃধা।পাগলা থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক লতিফ তালুকদারের সভাপতিত্বে, সাবেক ইউনিয়ন বিএনপি নেতা মোঃ রমজান আলীর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাগলা থানা বিএনপির সদস্য, মশাখালী ইউনিয়নের সাবেক জনপ্রিয় মেম্বার মোঃ ফেরদৌস আলম মৃধা তিনি তার নিজস্ব অর্থায়নে তিনশত রোজাদারকে ইফতার করান। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম আজাদ,সবুজ মিয়া, নূর মোহাম্মদ নূরু মিয়া,আবুল হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাশাখালী ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ অনুষ্ঠানে কোরান তেলাওয়াত করেন, হাফেজ মোঃ তানভীর আহমেদ।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন।দোয়া ও মোনাজাত শেষে, সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।