

নিজস্ব প্রতিবেদক
আর্র্তমানবতার সেবায় অসহায়, নিপীড়িত মানুষের পাশে সবসময় কাজ করে যাচ্ছে গাজীপুর সমাজ উন্নয়ন সংস্থা। তারই ধারাবাহিকতায় গাজীপুর সমাজ উন্নয়ন সংস্থার আয়াজনে দুস্থ, গরিব এবং প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকেলে শহরের হাবিবুল্লাহ স্মরণি ইকবাল কুটির সংস্থার কার্যালয়ের সামনে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় গাজীপুর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি হেলেনা বেগম, সাধারণ সম্পাদক সাবিহা আফরোজ সুরাইয়া, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম(খন্দকার রফিক), যুগ্ম সম্পাদক মুর্শিদা রহমান মুনিয়া, সদস্য শিউলী, সদস্য সুবর্না আক্তার মিলি, সদস্য মোঃ রাকিব হোসেন, সদস্য মোঃ মোফাজ্জল হোসেন সানী, সদস্য মোঃ আসিফ খান উপস্থিত ছিলেন।
এছাড়াও ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন- ভোরের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো: শাহজাহান খান,গাজীপুর সাংবাদিক ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ হাইউল উদ্দিন খান, গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জি: মোঃ মাসুদ রানা, দি নিউ নেশন পত্রিকার গাজীপুর প্রতিনিধি মেহেদী হাসান বিপ্লব (বাদামী)।
গাজীপুর সমাজ উন্নয়ন সংস্থার সদস্যরা বলেন, আমাদের এ মহতী উদ্যোগ ভবিষ্যতে যেন আরও ব্যাপকভাবে চলমান রাখতে পারি তার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। মানবতার কল্যাণে আমাদের এই সেবামূলক কাজ সব সময় চলমান থাকবে।