মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মোঃ হাইউল উদ্দিন খান, ব্যবস্থাপনা সম্পাদক


মোঃ হাইউল উদ্দিন খান
শনিবার (২৯ মার্চ ২০২৫) সকালে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে,গাজীপুর মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে, গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক সহ- সভাপতি সৈয়দ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে, এ সময় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ডাঃ মাজহারুল আলম। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ প্রফেসর সিরাজুল হক মোল্লা, এডভোকেট আব্দুস সালাম, এডভোকেট তৌহিদুল ইসলাম রনি, অধ্যাপক নজরুল ইসলাম,সাবেক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র, আব্দুল করিম, ২৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ জয়নুদ্দিন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।