দৈনিক
Trending

অটোরিকশায় ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্যের মৃত্যু

অটোরিকশায় ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,

অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রপাচারের জন্য ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে অটো রিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের উপজেলার মৌচাক এলাকায় মঙ্গলবার সকাল সোয়া ১১টায়।

নিহত হলেন, টাঙ্গাইল সদর উপজেলার শাজাহানগঞ্জ ছোনাটি এলাকার জামাল শিকদারের ছেলে রনি শিকদার (২৬)। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে নিয়োজিত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পুলিশ কনস্টেবল রনি গাজীপুর মেট্রোপলিটন সদর জুনের সহকারী উপ- কমিশনার দিনে দ্বীনে এ আলমের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করতেন। কনস্টেবল রনির অন্তঃসত্ত্বা স্ত্রী র আগামীকাল বুধবার অস্ত্রপাচার হওয়ার কথা রয়েছে। সেই খবর পেয়ে কনস্টেবল রনি আজ সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়িতে যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা উল্টো পথে যাওয়ার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে কনস্টেবল রনি সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাস্ট উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অটো রিকশটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

গাজীপুর মেট্রোপলিটন সদর জুনের সহকারী উপ- কমিশনার দিনে দ্বীনে এ আলম বলেন, তিনি আমার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন। অন্তঃসত্তা স্ত্রীর ডেলিভারি হওয়ার খবর পেয়ে ছুটি নিয়ে বাড়িতে রওনা হয়েছিলেন। যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

রেজাউল করিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button