জাতীয়

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোঃ হাইউল উদ্দিন খান, ব্যবস্থাপনা সম্পাদক

গাজীপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ জুলাই আগস্ট হত্যাকাণ্ডে নিহত শহীদদের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ ২০২৫) বিকেলে গাজীপুর সদর উপজেলার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন কায়সার এর নিজ বাসভবনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আফজাল হোসেন কায়সার। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ হাসান উদ্দিন সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ সৈয়দ আখতারুজ্জামান। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জাতীয়বাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ জাকিরুল ইসলাম, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, সদর উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ বেনজীর আহমেদ, গাজীপুর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন রফিক,গাজীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র, মোঃ আব্দুল করিম মিয়া,সাবেক কাউন্সিলর মোঃসুলতান উদ্দিন ।জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট মোঃ লাবিব উদ্দিন সিদ্দিকী এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনা করেন, নোয়াব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান অনন্যা কায়সার।আলোচনা, দোয়া ও মোনাজাত শেষে,সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button