পূবাইলের বেলাই বিলে দুই গ্রামবাসীর ২৬ তম ঈদ পূর্ণমিলনী ও ঈদ আনন্দ অনুষ্ঠিত


মো.আল-আমিন সরকার, পূবাইল প্রতিনিধি
গাজীপুর মহানগরের পূবাইলের বেলাইবিল রিসোর্টে সোড়ল ও বাড়ইবাড়ি গ্রামের ৫শতাধিক নারী-পুরুষ শিশুসহ প্রায় সহাস্রাধিক গ্রামবাসীর ২৬তম ঈদপূর্ণমিলনী ও ঈদ আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১লা এপ্রিল সকাল থেকে নগরীর ৪১নং ওয়ার্ডের ভাদুন বারইবাড়ী এলাকার বিলবেলাই রিসোর্টে দিনভর নানা জমকালো আয়োজনে এই ঈদ পূর্ণমিলনী সামাজিক অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
আনন্দসূচীতে ছিল কোরআন তেলাওয়াত,খেলাধুলা,গল্প-কবিতা আবৃত্তি,আলোচনাসভা,মধ্যাহ্নভোজ,ভলিবল,কলা গাছ চওড়া,বেলুন ফোটানো,সতীনের বালিশ প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও জুলাই বিপ্লবের ঘটনা নিয়ে লেখা বাড়ইবাড়ি গ্রামের ও বরমী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপিকা শিরীনা ইয়াসমিনের লেখা বই “জুলাইয়ের রক্তাক্ত দলিল” এর মোড়ক উন্মোচন এবং সাংস্কৃতিক সন্ধ্যা।
অনেকে এই আনন্দ মেলাকে দুই গ্রামবাসীর মিলন মেলা হিসাবে আখ্যায়িত করেছেন।যদিও এই সামাজিক অনুষ্টানকে একটি মহল রাজনৈতিক ট্যাগ লাগিয়ে বিতর্কিত করতে চেয়েছিল। অন্যদিকে পূবাইল মেট্রোপলিটন থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান সামাজিক ঐতিহ্যবাহী অনুষ্ঠানে কোন বিতর্কিত লোক যেন অনুষ্ঠানে বাধা হয়ে না দাঁড়ায় সে দিকে আমার বিশেষ নজর ছিল।
প্রধান আয়োজক পূবাইল থানা বিএনপির প্রভাবশালী নেতা আসাদ হোসেন খান বুলবুল জানান আমাদের বাড়ইবাড়ি গ্রামের কয়েকজন কৃতি সন্তানের মধ্যে প্রধান অতিথি বিগ্রেডিয়ার জেনারেল(অবঃ) সিরাজুল ইসলাম শিকদার খোকার উপস্থিতি আমাদের অনুপ্রেরণা যুগিয়েছে।পাশাপাশি এই মিলন মেলায় দুই গ্রামের শতাধিক হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশ নিয়েছে বলে জানিয়েছেন তিনি।
মিলন মেলার প্রধান অতিথি বিগ্রেডিয়ার জেনারেল(অবঃ) সিরাজুল ইসলাম শিকদার খোকা তার শুভেচ্ছা বক্তব্যে বলেন আমি এই গ্রামের খোকা হয়েই থাকতে চাই। এই আয়োজনে নানা খেলাধূলাকে প্রাধান্য দেয়ায় আমি খুশি। আমি সেনাবাহিনীতে শেষ ভলিবল খেলেছি ২০১৫ সালে।আজকে আবার খেলতে পেরে ও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে খুবই আনন্দ পেয়েছি। মনকে চাঙা করেছি।
গ্রামবাসীর উদ্দেশ্যে প্রধান অতিথি আরও বলেন শরীরকে ফিট রাখতে মন ভাল রাখতে খেলাধূলার বিকল্প নাই। খেয়াল রাখবেন মাদক যেন যুব সমাজ কে ধ্বংস করতে না পারে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে মাদককে না বলতে হবে।
বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দরের ডিসি বদরুল আলম মোল্লা(সোহেল), বারইবাড়ি গ্রামের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক শিশু বিশেষজ্ঞ ডা.আমজাদ হোসেন খান,পূবাইল ক্রিসেন্ট কেমিক্যালের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম খান,বাড়ইবাড়ি জামে মসজিদের সভাপতি ও বিএনপি নেতা শাহাদাত হোসেন খান বাবুল,জাসাসের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুরুজ খান, বিএনপি নেতা খায়রুল হাসান, ৪১নং ওয়ার্ড
বিএনপির সহ-সভাপতি কাজী হুমায়ুন কবির, যুবদল নেতা হারেজ আহমেদ,বিএনপি নেতা জয়নাল মেম্বার,পূবাইল থানা সেচ্ছাসেবক দলের নেতা আশরাফুল আলম বুলবুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।