দৈনিক
Trending

গাজীপুরকে পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন: প্রধান নির্বাহী কর্মকর্তা

গাজীপুরকে পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন: প্রধান নির্বাহী কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধি

নগরবাসীর সকলের সহযোগীতা নিয়ে গাজীপুরকে একটি পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে চাই বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ন সচিব) আবদুল লতিফ খান। পরিষ্কার-পরিচ্ছন্ন ও বসবাসের যোগ্য করতে গাজীপুর সিটি কর্পোরেশনের পাশাপাশি এখানে বসবাসকারী সকল নাগরিকদের সহযোগিতা চেয়ে নগরীর বিভিন্ন স্থানে পরিছন্নতা কার্যক্রম পরিদর্শনের তিনি এসব কথা বলেন।

বুধবার (২এপ্রিল) ঈদের তৃতীয় দিন মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা(যুগ্ন সচিব) আবদুল লতিফ খান বলেন, ময়লা-আবর্জনা পরিষ্কার গাজীপুর সিটি কর্পোরেশনের একটি নিয়মিত কাজের অংশ। প্রতিদিন আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তা ও ফুটপাতের ময়লা অপসারণ করছে।

তিনি আরও বলেন, আমাদের ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতার অভিযানে অংশ হিসেবে আমাদের পরিচ্ছন্ন কর্মীদের কার্যক্রম দেখার জন্য প্রতিদিনের মত আজকেও পরিদর্শনে এসেছি।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা যেখানে সেখানে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে সিটি কপোরেশনের নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা ফেলুন। নগর পরিষ্কার রাখার দায়িত্ব গাজীপুর সিটি কর্পোরেশনের। আমরা যথাযথ সময়ে তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো।

তিনি আরও জানান, ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতার অভিযান প্রতিদিনই চলে। আমরা মাঠ পরিদর্শন করে এ অভিযান আরও বেগবান করি। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থেকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য বসবাসকারীদের আরো সচেতন হতে হবে। একটু সচেতন হলে আমরাই আমাদের নগরীকে সুন্দর করে গড়ে তুলতে পারি।

পরিষ্কার পরিচ্ছন্নতার জনবলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের পর্যাপ্ত জনবল নেই। স্বল্প সংখ্যাক জনবল নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন রাতদিন কাজ করে যাচ্ছে। তাছাড়া পরিচ্ছন্ন কর্মীরা ঠিকঠাক কাজ করছে কিনা তা প্রতিদিনই আমি মাঠ পর্যায়ে পরিদর্শন করি। আর যেখানে পরিদর্শন করতে না পারি সেখানে ভিডিও কলের মাধ্যমে তা তদারকি করি।

পরিদর্শনকালে গাজীপুর সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক,বিদ্যুৎ,পানি) সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক-৫) ফিরোজ আল মামুন, আইন কর্মকর্তা রুবেল মাহমুদ, প্রকৌশলী (যান্ত্রিক)আমজাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button