জাতীয়দৈনিক

পুলিশ সহকর্মীর জন্য মানবতার অনন্য উদারণ তৈরি করলেন জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান।

নিজস্ব প্রতিপাদক
নিহত কনস্টেবল রনির ফুটফুটে শিশু ও তার পরিবারের পাশে দাঁড়ালেন জিএমপি কমিশনার ড.নাজমুল করিম খান

সন্তানের মুখ দেখে যেতে পারলেন না জিএমপি এর কনস্টেবল রনি, অন্যদিকে পৃথিবীতে জম্ম নিয়েই পিতৃ হারা হলেন নিহত রনির নবজাতক শিশু। এমনই জম্মান্তরের হৃদয় বিদারক ক্ষণে পুলিশ সহকর্মী রনির নবজাতক শিশু তার পরিবারের পাশে দাঁড়ালেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড.নাজমুল করিম খান। বুধবার জিএমপি এর পক্ষ থেকে শিশুটির জন্য উপহার ও হাসপাতালের যাবতীয় চিকিৎসা ব্যয়বহন ও পারিবারিক খরচ বহন করা হয়। কমিশনারের পক্ষে পরিবারটির হাতে তা তুলে দেন স্টাফ অফিসার এসি তানভীর আহম্মেদ। এই সময় শত দুঃখের মাঝেও জিএমপি কমিশনারের এমনভাবে পাশে দাঁড়ানোতে জিএমপির নিহত কন্সটেবল রনির নবজাতক শিশু ও তার পরিবার সান্ত্বনা খুঁজে পান। এসময় রনির পরিবার জিএমপি কমিশনারের এমন মানবিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জীবনের এমন দুঃখের ক্ষণে পুলিশ সদস্যদের পাশে দাঁড়ানোতে পুলিশের অনন্য সদস্যদের মাঝেও ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। উল্লেখ্য গত ১ এপ্রিল গর্ভবতী স্ত্রীর সিজার করানোর উদ্দেশ্যে ছুটি নিয়ে টাঙ্গাইলে নিজ বাড়ি যাবার সময় মটর সাইকেল দুর্ঘটনায় নিহত হন কন্সটেবল রনি। ওই দিন সন্ধ্যায়ই তার ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহন করেন। ২০১৮ সালে পুলিশে নিয়োগ পান রনি।তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button