
গাজীপুরে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে মহানগরের ২৭ নং ওয়ার্ড লক্ষ্মীপুরা এলাকায় ১২ বছর বয়সী নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বাবা অহিদুল ইসলামের বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত সৎ বাবা কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। অভিযুক্ত অহিদুল ইসলাম রাজশাহী জেলার পুটিয়া উপজেলার আনসার আলীর ছেলে। কাজের সুবাদে ২৭ নং ওয়ার্ড লক্ষ্মীপুর এলাকায় স্ত্রীসহ সৎ মেয়েকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। মায়ের দ্বিতীয় বিয়ের পর থেকে সৎ বাবার কাছেই থাকত নাবালিকা মেয়েটি।
ধর্ষণের ঘটনায় জানাজানি হলে মঙ্গলবার থানায় এসে মা ও নাবালিকা মেয়ের অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতেই অহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
বুধবার ২ এপ্রিল রাতে বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান,
নাবালিকা মেয়ে এবং তার মা থানায় এসে অভিযোগ জানানোর পরেই সদর থানা পুলিশ অভিযুক্ত অহিদুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
নির্যাতিতা নাবালিকা পুলিশের কাছে জানিয়েছে, গত কয়েক মাস ধরে সৎ বাবা নাবালিকা মেয়েটির উপর বিভিন্ন অশ্লীল অঙ্গী ভঙ্গিতে কুনজর দেয়।
নাবালিকার অভিযোগ, সে বাড়িতে একা থাকলে তার সৎ বাবা অহিদুল ইসলাম শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত বুলিয়ে স্পর্শ করতো। ঘটনার দিন গত ১৪ই ফেব্রুয়ারি রাতে একসাথে খাবার খাওয়ার সময় নাবালিকা মেয়ের খাবারের সাথে গোপনে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় সৎ বাবা অহিদুল ইসলাম। এরপর মা ও মেয়ে ঘুমিয়ে পড়লে অহিদুল ইসলাম সুযোগ বুঝে ঐদিন রাতেই নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করে।
সর্বশেষ মঙ্গলবার ১ লা এপ্রিল ভিকটিম অসুস্থ হয়ে পড়লে মায়ের সন্দেহ হয়।পরে মা তাকে জিজ্ঞাসাবাদ করলে সৎ বাবা দ্বারা ধর্ষিতার কথা স্বীকার করে মেয়ে।
ওসি আরো জানায়, এঘটনা কাউকে জানালে মা মেয়েকে প্রাণে মারার দেওয়ার হুমকিও দেয় অহিদুল ইসলাম।
মঙ্গলবার ঘটনাটি জানতে পেরে নাবালিকার মা সদর থানার দ্বারস্থ হন। পরে অভিযুক্ত সৎ বাবাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।