জহুরা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল


মোঃ আল-আমিন সরকার, পূবাইল প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের মাজুখান এলাকায় অবস্থিত ব্যতিক্রমধর্মী ছোট ছেলে মেয়েদের মক্তব ও মডেল কোরআন শিক্ষার এক উপযোগী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান জহুরা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে কোরআন থেকে তেলাওয়াত, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ছাত্র-ছাত্রীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জহুরা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো.আকরাম হোসেন মাস্টার। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ,পূবাইল থানা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মুনছুর আলী,আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কেজি স্কুল এসোসিয়েশনের সদস্য সচিব মাসুদুর রহমান সিদ্দিকী, ৪১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান, ৪০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোলায়মান মুন্সি,সদ্য গাজীপুর রানী বিলাস মনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে যোগদানকারী সহকারী শিক্ষক মো.বাইতুল আমান, জাকের পার্টির কেন্দ্রীয় পরিষদের ছাত্র ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক মো.মিজানুর রহমান
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন, এ বিদায় তোমাদের চির বিদায় নয় বরং মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে পদার্পণ করা। আনুষ্ঠানিকতা। তোমাদের জীবনের লক্ষ্য স্থির করে অধ্যবসায় চালিয়ে যাও। তোমরা একদিন সফলতা অর্জন করে মা-বাবা ও শিক্ষকদের স্বপ্ন পূরণ করবে।এ সময় বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।তারা বলেন,জহুরা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয় একটি কোরআন ভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান এখানে সকাল বেলা ছোট ছাত্র ছাত্রীদের যে কোরআন শিক্ষা দেওয়া হয় তাকে আমরা সাধুবাদ জানাই এবং প্রতিটি উপযুক্ত ছাত্র-ছাত্রীকে নামাজ পড়তে হবে।পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পূর্বে অবশ্যই বিদায় ছাত্র-ছাত্রীদের দুই রাকাত নামাজ পড়ার কথা বলেন।
এরপর দোয়া মাহফিল শেষে আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে বিদ্যালয় এর পক্ষ থেকে বিদায় ছাত্র-ছাত্রীদের হাতে পরীক্ষার সরঞ্জামাদি তুলে দেওয়া হয়।