

গাজীপুরে ৫ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকা থেকে গাজাসহ মাদক চোরাকারবারি ২ নারীকে গ্রেফতার করেছে মহানগর ডিবি দক্ষিণ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর গোয়েন্দা দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম। গত শুক্রবার (৫ এপ্রিল) রাত ৮ টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি দক্ষিণের উপ পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি চৌকস টিম টঙ্গী পূর্ব থানার কেরানির টেক বস্তি এলাকার আকলিমার বাসায় অভিযান পরিচালনা করেন। এসময় মাদক সম্রাজ্ঞী পপি (৩২) ও রোজিনা বেগম (৪০) এর কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ০৫(পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করে এবং তাদেরকে গ্রেফতার করা হয়। এলাকাবাসী পুলিশকে জানায়, তারা দীর্ঘদিন যাবত কেরানিরটেক বস্তি এবং এর আশেপাশের এলাকায় অবৈধ মাদকদ্রব্য বেচাকেনা করে আসছে।
গ্রেফতারকৃত ২ নারীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে এই অবৈধ মাদকদ্রব্য সম্পর্কে কোন গ্রহণযোগ্য সদুত্তর পুলিশকে দিতে পারে নাই। তবে জিজ্ঞাসাবাদে জানান, দীর্ঘদিন ধরে তারা কেরানির টেক বস্তি এলাকার আরেক মাদক সম্রাজ্ঞী সালমা আক্তারের কাছ থেকে পাইকারী দরে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে থাকে। এ ঘটনায় গাজাসহ ধৃত ২ নারীসহ মাদক সম্রাজ্ঞী সালমাকে পলাতক আসামী করে তাদের সকলের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪১/ ৩৬(০১) ধারার বিধান মতে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।