জাতীয়
Trending

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যপুরি বিমান থেকে বোমা হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ অনুষ্ঠিত। নিজস্ব প্রতিবেদক

মোঃ হাইউল উদ্দিন খান, ব্যবস্থাপনা সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যপুরি বিমান থেকে বোমা হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৭ এপ্রিল ২০২৫ সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার সর্বস্তরের ছাত্র জনতা, উলামা মাসায়েখ, সামাজিক ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের তৌহিদী ও মানবতাবাদী জনগণ অংশ নেয়।
বিক্ষোভকারীরা গাজা ও পশ্চিম তীরে চলমান বিমান হামলা ও নৃশংসতার নিন্দা জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপের দাবি করেন।
এ সময় হাতে ফিলিস্তিনি পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে হাজার হাজার ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে শহরের প্রধান সড়ক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান নেয় এবং ‘গাজার শিশু হত্যা বন্ধ করো ইসরায়েলি সন্ত্রাসের শেষ চাই’ ‘ফিলিস্তিনি মুক্তির সংগ্রামে আমরা আছি তোমাদের পাশে’ ইত্যাদি স্লোগান লিখা প্ল্যাকর্ড প্রদর্শন করে ফিলিডস্তিনিদের প্রতি সংহতি জানান দেয়া হয়।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, গাজার মা-বোনদের কান্না আজ বিশ্ববাসীর হ্রদয়ে নাড়া দিয়েছে। আমরা বাংলাদেশের মানুষ হিসেবে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াব। এসময় সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা জারির দাবি জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button