বাসন মেট্রো থানা বিএনপির পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে
মোঃ হাইউল উদ্দিন খান, ব্যবস্থাপনা সম্পাদক


মোবারক হোসেন রনি, জিকে নিউজ
গাজীপুর মহানগরের বাসন থানা ১৭নং ওয়ার্ডের শহীদ তোফাজ্জল হোসাইন স্মৃতি সংসদে বিএনপির পক্ষ থেকে “বিএনপি’র পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো: মিজানুর রহমান নয়া মন্ডল ও সঞ্চালনায় ছিলেন ১৭নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হাজী মো: রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানের কার্য্যক্রমের উদ্বোধন করেন, বাসন মেট্রো থানা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি. জিয়া হলের সাবেক জি.এস মোঃ আনোয়ারুল ইসলাম,এ সময় আরো উপস্থিত ছিলেন, ভাওয়াল কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস আলহাজ্ব মো: সুরুজ আহমেদ, বাসন মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন বাবু,
কাজী মোস্তফা জামান খোকন
আহবায়ক ওলামা দল গাজীপুর মহানগর, হাফেজ মোঃ খোকন বিশ্বাস সদস্য সচিব ওলামা দল গাজীপুর মহানগর।অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন
বিএনপি নেতা হাজী শহীদুল ইসলাম,আইনুদ্দিন বরকত টুটুল, তারেক আহম্মেদ ছাবেদ, হাজী মো: আব্দুল খালেক সহ অন্যান্য নেতৃবৃন্দ।