বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ
নারায়ণগঞ্জ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম-মুখ্য সংগঠক তাকবির আমানের (২৪) বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (৭ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কালুহাজী রোড এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী কিশোরীর বাবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতাসহ চারজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত ছাত্র নেতা তাকবির আমান ছাড়া অন্য অভিযুক্তরা হলেন তার সহযোগী মিনহাজ (২৫), সৈকত (২৪) ও তানবির (২৪)।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী মিজমিজি পাইনাদি রেকতম আলী উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণির পড়ুয়া ছাত্রী। তাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন তাকবির আমান। বিষয়টি ভুক্তভোগীর পরিবারকে জানালে তারা অভিযুক্তকে সতর্ক করার পাশাপাশি তার অভিভাবকদের জানান। এই ক্ষোভে সোমবার বিকেলে বাবা-মায়ের অনুপস্থিতিতে কিশোরীর বাসায় প্রবেশ করে তাকে ধর্ষণচেষ্টা করেন তিনি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাহফুজ বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। যে ব্যক্তি অপরাধ করবে তাকে বিচারের আওতায় আনা হবে, এটাই আমাদের চাওয়া। আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি।’ সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, এটা প্রেম-সংক্রান্ত ঘটনা বলে জেনেছি। আমরা তদন্ত করছি।
সরজমিনে অনুসন্ধানে জানা যায় যে তাকবির আমান সহ তার সহযোগীদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে চুরি করিয়ে সেই চোদের পক্ষে নিয়ে থানা সহ এলাকায় বিভিন্ন সময়ে বসার নজির রয়েছে। বাসা বাড়িতে চুরি করার সময় চোর ধরা পরলে ঐ বাসায় অনৈতিক কর্মকাণ্ড চলে বলে একাধিক ভাড়াটিয়াদের কাছ থেকে চাঁদা নিয়ে এলাকা ছাড়া করেছেন তাকবির আমান ও তার দল-বলেরা। জমি কেনা বেচা, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসি মাসোহারা সহ বিভিন্ন অপকর্মের আখড়া গড়ে তুলছেন এই চক্র”টি।